খুলনা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কয়রা উপজেলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সেলিম কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করে যৌথ বাহিনী।
কয়রা থানার এস আই তারিক মাহমুদ বলেন, এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।