চাঁদপুর, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত তিন কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. আলাউদ্দিন (২৮), আক্তার হোসেন গাজী (৪৮) ও মো. রুবেল (৩৮)।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার তালিকাভুক্ত মাদক কারবারি মো. আলাউদ্দিনকে চরকুমিরা নামক স্থান থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রপ্তার করা হয়।
অপরদিকে উপজেলার চরছন্না এলাকা থেকে এক কেজি গাঁজা, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও গাঁজা সেবনের সামগ্রীসহ হোসেন গাজী ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারশেনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গ্রেপ্তার মাদক কারবারি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।