চট্টগ্রামে বিএনপি কর্মী হাকিম হত্যার দুই দিন পর মামলা

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২০:২৭
ব্যবসায়ী ও বিএনপির সক্রিয় কর্মী আব্দুল হাকিম। ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় গাড়ি থামিয়ে রাউজানের ব্যবসায়ী ও বিএনপির সক্রিয় কর্মী আব্দুল হাকিম (৫২)-কে গুলি করে হত্যার দুই দিন পর তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিহতের স্ত্রী তাসফিয়া আলম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।

গত ৭ অক্টোবর বিকেলে রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রাম থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ঘ-১৬০৯৪৯) চট্টগ্রাম নগরের বাসায় ফিরছিলেন আব্দুল হাকিম। তার গাড়িটি মদুনাঘাট ব্রিজের হাটহাজারী অংশে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

এতে গাড়িতে থাকা আব্দুল হাকিম ও তার চালক মুহাম্মদ ইসমাইল (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

পরদিন ৮ অক্টোবর, বুধবার, বাদ আছর তার নিজ গ্রাম পাঁচখাইন দরগাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ঘটনার পর রাতেই পুলিশ রাউজান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়া ‘শান্তিকে ছাড়িয়ে রাজনীতি’ ছিল’: হোয়াইট হাউস 
দেশবাসীর মুক্তির জন্য ট্রাম্পই একমাত্র ভরসা: নোবেল জয়ী মাচাদো
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম
পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
১০