চট্টগ্রামে বিএনপি কর্মী হাকিম হত্যার দুই দিন পর মামলা

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২০:২৭
ব্যবসায়ী ও বিএনপির সক্রিয় কর্মী আব্দুল হাকিম। ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় গাড়ি থামিয়ে রাউজানের ব্যবসায়ী ও বিএনপির সক্রিয় কর্মী আব্দুল হাকিম (৫২)-কে গুলি করে হত্যার দুই দিন পর তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিহতের স্ত্রী তাসফিয়া আলম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।

গত ৭ অক্টোবর বিকেলে রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রাম থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ঘ-১৬০৯৪৯) চট্টগ্রাম নগরের বাসায় ফিরছিলেন আব্দুল হাকিম। তার গাড়িটি মদুনাঘাট ব্রিজের হাটহাজারী অংশে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

এতে গাড়িতে থাকা আব্দুল হাকিম ও তার চালক মুহাম্মদ ইসমাইল (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

পরদিন ৮ অক্টোবর, বুধবার, বাদ আছর তার নিজ গ্রাম পাঁচখাইন দরগাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ঘটনার পর রাতেই পুলিশ রাউজান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০