চট্টগ্রামে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২০:৩৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পৃথক টিম শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলী-র তিনটি আস্তানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

শুক্রবার সিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম-এর তত্ত্বাবধানে চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশ সোয়াত টিমের সহায়তায় বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে।

অভিযান চালানো হয় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পেছনে মাছ বাজারের তৃতীয় তলার একটি কক্ষে, পাঁচলাইশ থানার সহায়তায় শুলকবহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের স’মিল গলি ইউনুস কোম্পানির বিল্ডিংয়ে, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদের সামনে পুকুর সংলগ্ন পাকা রাস্তায় এবং বাকলিয়া থানার সহায়তায় কালামিয়া বাজারস্থ মাছ বাজারের সামনে।

এসময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা এবং আইয়ুব আলীর অন্যতম সহযোগী মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদ (২৩)-কে গ্রেফতার করে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের মোট ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে- বিদেশি পিস্তল ৫টি, বিদেশি একনলা ছোট বন্দুক ১টি, বিদেশি একনলা লম্বা বন্দুক ২টি, দেশীয় তৈরি শর্টগান সদৃশ পাইপগান ২টি, দেশীয় তৈরি শর্ট শুটার গান ১টি ও দেশীয় তৈরি এক নলা বন্দুক ২টি।

এছাড়াও বন্দুকের তাজা কার্তুজ ৫৮টি, খোসা ২টি, পিস্তলের ম্যাগাজিন ১৩টি, পিস্তলের বুলেট ৯৫টি, পটকা ৯টি, নগদ টাকা ৪ লাখ ২০ হাজার, টাকা গণনার মেশিন ১টি, ওয়াকিটকি ২টি, ড্রোন ১টি, সিসি ক্যামেরা ৭টি, ডিভিআর ২টি, ড্রিল মেশিন ২টি, বৈদ্যুতিক কাটার ১টি, রড কাটার ব্লেড ১টি, ছোরা ১টি, বিভিন্ন সাইজের রেঞ্জ ৪টি, মনিটর ১টি, প্লাস ২টি, টিপ ছোরা ১টি, বিভিন্ন সাইজের লোহার রড ১২টি, ইয়াবা ৩,৫০০ পিস, গাঁজা ৫ কেজি ৫০০ গ্রাম ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০