দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৫:৪৩
আজ দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় । ছবি : বাসস

দিনাজপুর, ১১ অক্টোবর, ২০২৫(বাসস):জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শতভাগ সফল করতে সাংবাদিকদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।

“টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে”- এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর সদর জেনারেল হাসপাতালে শহীদ ডা. আব্দুল জব্বার মিলনায়তনে জেলা তথ্য অফিস এবং সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে মতবিনিময় সভা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোরদের এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। তবে অনলাইনে প্রতি জন শিক্ষার্থীদের অবশ্যই নিবন্ধন করতে হবে।

তিনি বলেন, এবার জেলার ১৩'টি উপজেলার শিক্ষার্থীদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৬ লাখ ২২ হাজার ৮৮১ জন এবং কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ২ লাখ ৭০ হাজার ২৪৭ জন যা সব মিলিয়ে মোট ৮ লাখ ৯৩ হাজার ১২৮ জনকে টিকা প্রদান করা হবে। আগামী ১২ অক্টোবর টিকাদান শুরু হয়ে একমাস ব্যাপী চলবে।

জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা, তথ্য ও সম্প্রসারন মন্ত্রণালয়ের গণ যোগাযোগ অধিদপ্তর ঢাকা’র উপপরিচালক ফাইমা জাহান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এম শাহজাহান, সিভিল সার্জন কার্যালয়ের ডা. আল আমিন তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন। 

সাংবাদিকদের পক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম নবী দুলাল, শাহ আলম শাহী, আজহারুল আজাদ জুয়েল, নুরুল হুদা দুলাল, মো. রেজাউল করিম রঞ্জু, মো. শাহীন হোসেন, আবুল কাশেম, মো. মাহবুবুল হক খান প্রমুখ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০