বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৫:৩৫

‎বাগেরহাট, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের ফকিরহাটে মাদক ও মাদক বিক্রির টাকাসহ কারবারি মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার মনির শেখ উপজেলার বারাশীয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। রাসেল হোসেন আট্রাকি গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে।  

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মনির হোসেন, এসআই স্নেহাশিস দাশ, এসআই বিপ্লব রায়, এএসআই  মাফুজুর রহমান, এএসআই মাহাতাব উদ্দিন, এএসআই সেলিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে চৌকস টিম অভিযান পরিচালনা করে। শনিবার গভীর রাতে জেলার ফকিরহাট থানাধীন বারাশীয়া গ্রামে মনির শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময মনির শেখের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির  নগদ ১ লাখ, ৬৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মনির শেখকে নিয়ে পাশের আট্রাকি গ্রামে রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বাসসকে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
কেনিয়ার ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ 
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১০