চট্টগ্রামে এলজি ও কার্তুজসহ গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : নগরীর পাঁচলাইশ থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোড এলাকা থেকে দেশে তৈরি একটি এলজি (অস্ত্র) ও দুই রাউন্ড কার্তুজসহ মো. জাকির হোসেন রাজু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ।

সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিবি (উত্তর-দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি জানান, রোববার বিকেল সোয়া ৪টার দিকে ফরেস্ট রেলওয়ে গেট এলাকার দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণা ইনস্টিটিউট রোডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় পেছনের আসনে বসা জাকির হোসেন রাজু পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানান, ২০২৩ সালের শেষের দিকে আসিফ নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনেছিলেন এবং তা ব্যবহার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। তিনি দীর্ঘদিন ধরে নগরীর বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও ও শুলকবহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
মুন্সীগঞ্জে ককটেলসহ আটক ১
বাগেরহাটে শরণখোলা রেঞ্জে ৭ হরিণ শিকারি আটক  
ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে সাজাতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাত : দুই ব্রিটিশ নাগরিক আটক
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
চসিক জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ অগ্রগতি অর্জন করেছে: মেয়র ডা শাহাদাত হোসেন
ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 
১০