চমেক হাসপাতালে এসির কম্প্রেসার বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ 

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪১
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয়তলা ভবনের ছাদে এসির কম্প্রেসার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামত করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। দগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বিস্ফোরণে দগ্ধরা হলেন- তানভীর, মেশকাত ও শওকত। ঘটনার সময় তারা এসি মেরামতের কাজ করছিলেন। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক ছয়তলা ভবনের ওপর কাজ করছিলেন। হঠাৎ এসির কম্প্রেসার বিস্ফোরিত হলে তারা আহত হন। তবে দুর্ঘটনায় কোনো রোগী বা হাসপাতালের অন্য কেউ আহত হননি। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, তানভীর ও মেশকাত নামে দুজনকে দগ্ধ অবস্থায় ভর্তি করানো হয়েছে। অপরজন ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
মুন্সীগঞ্জে ককটেলসহ আটক ১
বাগেরহাটে শরণখোলা রেঞ্জে ৭ হরিণ শিকারি আটক  
ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে সাজাতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাত : দুই ব্রিটিশ নাগরিক আটক
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
চসিক জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ অগ্রগতি অর্জন করেছে: মেয়র ডা শাহাদাত হোসেন
ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 
১০