ফরিদপুর, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস):জেলার ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। ২০জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউরোলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে আসা শ্যামলী পরিবহনের আরেকটি বাস ধাক্কা দিলে সামনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। আহত অবস্থায় অপর এক যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহতর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনাস্থানেই নিহত নারী শামসুন্নাহার বেগম।তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের স্ত্রী।
নজরুল ইসলাম নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মরত আছেন।
অপর নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।