চট্টগ্রামের হাটহাজারীতে দুই ছাত্রদল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:২৪

চট্টগ্রাম, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল নেতা অপি দাশ ও তানিম হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আফসার উদ্দিন নামে একজনকে গ্রেফতার করছে পুলিশ। 

বুধবার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। ঘটনার সময় আফসার উদ্দিনও আহত ছিলেন। তিনি কক্সবাজার জেলার সদর থানাধীন পানখালী এলাকার কবির আহম্মদের ছেলে। তিনি হাটহাজারী উপজেলার সুজন কলোনিতে বসবাস করে আসছিলেন। 

হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এটি হাতাহাতিতে পরিণত হয় এবং অপি দাশ ও তানিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সংশ্লিষ্ট যুবকরা। রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তানিম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি জানান, পুলিশ এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও নেপথ্যে জড়িতদের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। 


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশংকা
কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং : রাবি এশিয়ায় ৩১২তম
নাগরিক সেবার মানোন্নয়নের তাগিদ ডিএসসিসি’র নতুন প্রশাসকের
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রশিক্ষণের সমাপনী
দিনাজপুরে মাদকসহ একজন আটক
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে আরসিসি
১০