চট্টগ্রামে শিকারির কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিং কোবরা

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:২৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার মিঠাছরা বাজারে এক শিকারির কাছ থেকে একটি কিং কোবরা (রাজ গোখরা) সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দলের চট্টগ্রাম জেলার কর্মীরা। শিকারি এক পাহাড়ি ব্যক্তি সাপটি ধরে দীর্ঘদিন ধরে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। সাপটিকে উদ্ধার করে এখন চিকিৎসা দেয়া হচ্ছে। 

বুধবার বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দল চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, পাহাড় থেকে সাপটি ধরে গত এক সপ্তাহ ধরে পাহাড়ি এক ব্যক্তি সাপটি গায়ে জড়িয়ে মিরসরাইয়ের মিঠাছরা বাজারে মানুষকে ভয়ভীতি দেখায়। এছাড়া ওই ব্যক্তি সাপটি বিক্রিরও চেষ্টা করে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তার থেকে সাপটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, পাহাড়ি ব্যক্তিটি দীর্ঘদিন ধরে রাজ গোখরাটিকে অবৈধভাবে আটক করে রেখেছিলেন। তিনি সাপটিকে ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিলেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আমরা কয়েকজন ক্রেতা সেজে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি।

তিনি আরও বলেন, সাপটির বিষদাঁত উপড়ে ফেলায় ও তা দিয়ে খেলা দেখানোর কারণে সাপটি গুরুত্বর আহত হয়। বর্তমানে সাপটি বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে আমার হেফাজতে চিকিৎসাধীন। ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ বন বিভাগ হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত বলেন, সাপটির অবস্থা খুব খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, আশা করছি আগামী দুই তিনদিন পর সুস্থ হবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০