জেনারেটিভ এআই নিয়ে গবেষণা পরিচালনার আহ্বান ইউজিসি’র

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৫
জেনারেটিভ এআই নিয়ে গবেষণা পরিচালনার আহ্বান ইউজিসি’র। ছবি: বাসস

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)- এর সম্ভাবনা কাজে লাগানো, চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা পরিচালনা করা এবং এ খাতে দক্ষ জনবল তৈরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

আজ বুধবার ইউজিসিতে অনুষ্ঠিত ‘জেনারেটিভ এআই ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি’র ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করছে।

আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, ইউজিসি’র আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

প্রফেসর সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ‘ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই’- ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ভাষা, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি বিষয় বিবেচনায় নিয়ে দেশের উপযোগী ‘ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই’ তৈরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

জেনারেটিভ এআই’ এর নেতিবাচক প্রভাব বিষয়ে সতর্ক করে প্রফেসর সাইদুর রহমান বলেন, এটি ব্যবহার করে দৈনন্দিন কাজ অনেক সহজ হবে। কিন্তু, এতে অনেকের চাকরির ক্ষেত্র সংকোচনের শঙ্কা রয়েছে। তিনি জেনারেটিভ এআই- এর যৌক্তিক ব্যবহার এবং সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।

ইউজিসি’র সচিব ফখরুল ইসলাম বলেন, মানুষের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা উচ্চপর্যায়ে নিয়ে যেতে হলে জেনারেটিভ এআই- এর ব্যবহারের কোনো বিকল্প নেই। এছাড়া, প্রশাসনিক দক্ষতা ও উদ্ভাবন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে জেনারেটিভ এআই -এর উপযোগিতা রয়েছে বলে তিনি জানান।

ইউজিসি’র পরিচালক ওমর ফারুখ বলেন, জেনারেটিভ এআই- এর ব্যবহার দাপ্তরিক কাজ সহজ করে দিচ্ছে। 

তিনি জেনারেটিভ এআই সঠিকভাবে প্রয়োগ করার পরামর্শ দেন। তিনি জেনারেটিভ এআই ব্যবহারে নৈতিকতা বজায় রাখা এবং ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকার অনুরোধ করেন। এছাড়া, ডাটা সুরক্ষা এবং কপিরাইট বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

জেনারেটিভ এআই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন বিডিরেন- এর জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন, ম্যানেজার আবু নাসের মো. নাফিউ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রান্ত পাল এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুনম চৌধুরী।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানাসহ ২৯ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০