এইচএসসি পরীক্ষার ফল খারাপ নয়, এটি বাস্তবতার প্রতিফলন : ঢাকা বোর্ড চেয়ারম্যান 

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৮
ড. খন্দোকার এহসানুল কবির। ফাইল ছবি

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেছেন, চলতি বছরে প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল খারাপ নয়, বরং এটি বাস্তবতার প্রতিফলন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার বকসিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সাথে  মতবিনিময়কালে তিনি এ কথা বলেছেন।

তিনি  আরও বলেছেন, ‘শিক্ষার্থীরা এখন অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে সরে গেছে, যার প্রতিফলন ফলাফলে দেখা গেছে। অভিভাকদেরও বিষয়টি নিয়ে ভাবতে হবে।’ 

পরীক্ষার ফলাফল বিষয়ে তিনি বলেছেন, ইংরেজীতে শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করেছে। বিশেষ করে যশোর শিক্ষা বোর্ডে ইংরেজীতে সবচেয়ে বেশি ফেল করেছে।  ইংরেজীতে ফেলের হার ৪৫ শতাংশেরও বেশি। অন্যদিকে, ঢাকা ও বরিশাল বোর্ডে ইংরেজীতে কিছুটা ভালো ফলাফল করলেও  অন্যান্য বোর্ডগুলোতে খারাপ করার কারণে মোট গড় ফলাফলে পিছিয়ে গিয়েছি আমরা।

চেয়ারম্যান বলেছেন, ইংরেজীতে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ পড়ায় ইংরেজী বিষয়টি তুলনামূলক কঠিন হয়েছে। এবারের ফলাফল নিয়ে আমাদের চর্চা করতে হবে।

প্রতিটি শিক্ষাবোর্ড ও  শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনায় বসতে হবে। শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুওেলাকে মটিভেটেড করার উদ্যোগ গ্রহণ করা হবে। যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন জানাবো।

উল্লেখ্য, মোট ১১টি শিক্ষা বোর্ডে চলতি বছরে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বিগত বছরে (২০২৪) পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে  এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাস করেছে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাশের হার নিয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এবছর শিক্ষার্থীরা ইংরেজী ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফলাফল খারাপ করেছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
১০