বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৫১ আপডেট: : ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৫৪
ছবি : বাসস

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও উগান্ডা গতকাল বুধবার দুই দেশের মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ (এফওসি) শুরুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারে দু’দেশের নিয়মিত আলোচনার পথ উন্মুক্ত করতে একটি কাঠামোগত ব্যবস্থা পেতে চুক্তিটি করা হয়।

আজ বৃহস্পতিবার জানানো হয়েছে, উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এটি স্বাক্ষরিত হয়। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

গতকাল পররাষ্ট্র উপদেষ্টা সাম্য, সংহতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদর্শ গড়ে তোলার জন্য বিভাজন ও অবিশ্বাসের চেয়ে ঐক্যের দিকে বেশি মনোনিবেশ করতে ন্যাম সদস্যদের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, গত বছরের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিতা সমুন্নত রাখার জন্য সংস্কার গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তিনি আরো বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে নারীদের ক্ষমতায়ন এবং যুব শক্তিকে কাজে লাগানোর জন্য বিনিয়োগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিন বিকেলে, ফিলিস্তিন বিষয়ক ন্যাম মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে অংশ নেন উপদেষ্টা। 

বাংলাদেশ এই কমিটির সদস্য।

তিনি ফিলিস্তিনের স্বার্থে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। 

গাজায় সম্প্রতি সম্মত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে তিনি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক বোঝার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

‘বৈশ্বিক সমৃদ্ধির জন্য সহযোগিতা বৃদ্ধি’ প্রতিপাদ্যে কাম্পালায় অনুষ্ঠিত ১৯তম মধ্য-মেয়াদী-মন্ত্রী পর্যায়ের ন্যাম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। 
আজ সম্মেলনের সমাপনী অধিবেশনে ফিলিস্তিন সম্পর্কে একটি রাজনৈতিক ঘোষণা ও মন্ত্রী পর্যায়ের ঘোষণা গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন আনুষ্ঠানিক সামরিক বা রাজনৈতিক ব্লকের বাইরে বিশ্বের বৃহত্তম জাতিগোষ্ঠী হিসেবে এখনো বিদ্যমান। বর্তমানে ১২০টি সদস্য রাষ্ট্র এর সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
১০