ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:৪৫

ঝিনাইদহ, ২১ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার চারমাইল এলাকায় বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় আলিমুল ইসলাম (২৬) নামের একজন নিহত হয়েছেন। নিহত আলিমুল ইসলাম ট্রাকের হেলপার। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধান বোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে মেরামত করছিল। এসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হন দুই গাড়ির চালক ও যাত্রীসহ ৫ জন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার হামিদুর রহমান বেলাল জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পাঁচজনের মধ্যে দুজনের আঘাত গুরুতর।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত করতে হবে: পরওয়ার
গণপূর্ত, স্বাস্থ্যসেবা ও সেটেলমেন্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল
খুলনায় ‘থ্রি-সি’ প্রকল্প বাস্তবায়নে সভা
অস্টিওপোরোসিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি
কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণাটি গুজব
বিসিকের আয়োজনে ‘বিশ্ব আয়োডিন দিবস-২০২৫’ উদযাপন ও সেমিনার অনুষ্ঠিত
২০২৯ সাল পর্যন্ত কোম্পানির সাথে চুক্তি বাড়িয়েছে বায়ার্ন
কামরাঙ্গীরচরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির আসামি গ্রেফতার, শিশু উদ্ধার
দূষণের প্রতিবাদে তিউনিসিয়ায় শ্রমিক ধর্মঘট
১০