বাগেরহাট, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জন না করা শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান 'আমরা করবো জয়' অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাগেরহাট সদরের আয়োজনে গতকাল সোমবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি ও জেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
প্রধান আলোচক ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, শিক্ষার গুণগুত মান বাড়াতে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষার্থীদের নেশা ছেড়ে বইয়ের প্রতি বেশি মনোযোগী হতে হবে, এজন্য তাদের অভিভাবকদের বেশি বেশি দায়িত্ব পালন করতে হবে। তাদের সন্তান কখন কোথায় যায় সেদিকে খেয়াল রাখার বিশেষ পরামর্শ ও দিক নির্দেশনা দেয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিয়মিত পাঠ্য অভ্যাস কাংখিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। বিপর্যয়ের বিপরীতে রয়েছে বিজয়। একজন শিক্ষার্থীর মেধা মননশীলতা ও একাগ্রতাই হতে পারে সফলতার চাবিকাঠি।
এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, সুধী এবং সাংবাদিকসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।