ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে 

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. এ এস এম আমানুল্লাহ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন । ছবি: বাসস

ময়মনসিংহ, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের আয়োজনে গতকাল সোমবার দুপুরে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সাথে নগরীর নাসিরাবাদ কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপাচার্য বলেন, দক্ষ মানবশক্তি গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। তাদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছি তাদের সকলের সমন্বয়ে কাজ করতে হবে। এছাড়াও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল মনিটরিং, ডিজিটাল ল্যাব তৈরি, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির ব্যবস্থার মত গুরুত্বপূর্ণ কাজ আমরা হাতে নিয়েছি। যাতে করে আমাদের শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব হয়।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শিক্ষকরা জ্ঞানের বীজ বপন করেন। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলতে হবে যাতে করে শ্রেণিকক্ষের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায়। তিনি শিক্ষকদের দলীয়করণ মুক্ত থাকার আহ্বান জানান। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলাম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. শহীদুল্লাহসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ফাহিম
অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
আমাজনে বসবে সবচেয়ে কঠিন জলবায়ু সম্মেলন 
১০