বাকৃবিতে বেগম খালেদা জিয়া হলের যাত্রা শুরু

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৩:১৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন করা হয়েছে। ছবি: বাসস

ময়মনসিংহ (বাকৃবি), ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রী হল হিসেবে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 

গতকাল সোমবার নতুন হলের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হলের সামনে একটি ফলক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা একটি  কেক কেটে উদযাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। 

এছাড়া উপস্থিত ছিলেন হলের হাউস টিউটর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ নতুন হলের নারী শিক্ষার্থীরা।

জানা যায়, নতুন হলের একটি ব্লকের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আংশিক সম্পন্ন হলে প্রথম পর্বে ৩৫০ জন ছাত্রীদের আবাসন বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত রুমের সংখ্যা ৪৪টি। হলেটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে ১২০০ জনের।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো আবদুল কাদের বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এরশাদ বিরোধী আন্দোলন থেকে আপসহীন নেত্রীর কারণে। নারী শিক্ষায় তার ভূমিকা অপরিসীম। এমন একটি হলের প্রথম প্রভোস্ট হিসেবে আমি গর্বিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে নভেম্বরে সাক্ষাৎ করবেন সৌদি ক্রাউন প্রিন্স
বিএনপিকে প্রধান উপদেষ্টা : নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব
দেশের মানুষ এখনো প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরে পায়নি: আখতার হোসেন
ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল, কিছু পর্যালোচনায় আছে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ও আইআরআই প্রতিনিধির সাক্ষাৎ : ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি
নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত করতে হবে: পরওয়ার
গণপূর্ত, স্বাস্থ্যসেবা ও সেটেলমেন্ট অফিসে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
নির্বাচন অর্থবহ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল
খুলনায় ‘থ্রি-সি’ প্রকল্প বাস্তবায়নে সভা
অস্টিওপোরোসিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি জরুরি
১০