রাজশাহীতে নারী হত্যা মামলায় তিনজন গ্রেফতার, একজনের স্বীকারোক্তি

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৩:৪৪ আপডেট: : ২১ অক্টোবর ২০২৫, ১৪:২৭

রাজশাহী, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীর পবা থানার আলোচিত বিউটি বেগম হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আসামি তারা মিয়া (৩৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতারকৃত অপর দুইজন হলেন- ফারুক হোসেন (৩০) এবং হেলাল উদ্দিন (২৩)।

মাত্র ৭২ ঘণ্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শারিফুর রায়হান আসামিদের শনাক্ত করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে নগরীর বোয়ালিয়া থানাধীন সোনাদিঘীর মোড় এলাকা থেকে তারা মিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধারাবাহিক অভিযানে পবা থানার মহানন্দাখালী এলাকা থেকে ফারুক হোসেন এবং পিল্লাপাড়া এলাকা থেকে হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিদের আদালতে হাজির করা হলে তারা মিয়া ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং গ্রেফতারকৃত অন্যদেরও এ ঘটনায় জড়িত থাকার কথা জানান।

জবানবন্দিতে তারা মিয়া জানান, নিহত বিউটি বেগমের সঙ্গে টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং মরদেহ ধানখেতে ফেলে রেখে তারা পালিয়ে যান।

পুলিশ আরও জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তা অপর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০