মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৩:৫০
ইজিবাইক চালক মো. সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি : বাসস

মাদারীপুর, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইক চালক মো. সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও মামলার আসামিকে ১০ লাখ টাকা অর্থ দণ্ডের আদেশ দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড.শরীফ সাইফুল কবীর জানান, দীর্ঘ ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন। 

মামলার নথি থেকে জানা গেছে,২০১৯ সালের ১৩ জুলাই শহরের পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের বাবা মজিবর ফকির লাশটি শনাক্ত করে জানান, সেটি তার মেয়ে দীপ্তির (১৫) লাশ।

ঘটনার পর মজিবর ফকির সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। তদন্তে বেরিয়ে আসে ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খান দীপ্তিকে ধর্ষণের পর হত্যা করেন।

র‌্যাবের তদন্তে জানা যায়, ২০১৯ সালের ১১ জুলাই বৃষ্টির দিনে দীপ্তি তার ইজিবাইকে ওঠেন চরমুগরিয়া যাওয়ার উদ্দেশ্যে। অন্য কোনো যাত্রী না থাকায় সাজ্জাদ জোর করে দীপ্তিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করেন। পরে মরদেহ বিদ্যুতের তার দিয়ে বেঁধে কয়েকটি ইটসহ পুকুরে ফেলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে সিরিজে সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ
হামাসকে ‘প্রতিহত’ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের মিত্ররা : ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা আলোচনা’ চান জাপানের প্রধানমন্ত্রী 
ট্রাম্পের সঙ্গে নভেম্বরে সাক্ষাৎ করবেন সৌদি ক্রাউন প্রিন্স
বিএনপিকে প্রধান উপদেষ্টা : নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব
দেশের মানুষ এখনো প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরে পায়নি: আখতার হোসেন
ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল, কিছু পর্যালোচনায় আছে: পররাষ্ট্র উপদেষ্টা
১০