পিরোজপুরে চুরির মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৪:১৪
পিরোজপুরে বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। ছবি: বাসস

পিরোজপুর, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : পিরোজপুরে বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। এ সময় উদ্ধারকৃত নগদ ২৬ হাজার ১৮০ টাকাও হস্তান্তর করা হয়। এছাড়া ৩টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের (পিপিএম) আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। 

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে, জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা জেলার বিভিন্ন থানার ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে হারানো মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬, হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পুলিশ সুপার জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা তৎপর থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ফাহিম
অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
১০