রাজশাহী, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে পাঁচজন জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ১১ টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. মুন্না (৪৮), মো. শামীম (২৮), সাগর শেখ (৪২), শ্রী মিলন সরকার (৩৭) ও মাহাবুল ইসলাম (৩৬)। তারা সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে ভূবন মোহন পার্ক এলাকায় কিছু জুয়াড়ি জুয়া খেলছে। বিষয়টি জানার পর ডিবি পুলিশের ওই টিম রাত ১১ টার দিকে পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।