প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা ও দায়িত্বশীলতা : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৫:৩৩ আপডেট: : ২১ অক্টোবর ২০২৫, ১৭:৩৮
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। ছবি : পিআইডি

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সততা, দায়িত্বশীলতা এবং দেশপ্রেম থাকা আবশ্যক। এই তিনটি গুণ মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি এবং জাতির অগ্রযাত্রার চালিকাশক্তি।

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা প্রদান করতে হবে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, কৃষিজমি সুরক্ষা, পরিবেশ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করতে হবে।

তিনি বলেন, অকৃষি জমির সুপরিকল্পিত ব্যবহার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং ভূমি সম্পর্কিত সমস্যার সমাধানের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে সর্বত্র নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সালেহ আহমেদ বলেন, দেশপ্রেম এমন এক অনুভূতি, যা একজন নাগরিককে তার দেশের জনগণ ও জন্মভূমির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতায় আবদ্ধ করে। এটি মানুষকে দেশের কল্যাণে আত্মনিবেদিত হতে উদ্বুদ্ধ করে। একজন সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক কখনো দুর্নীতি, অন্যায় বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন না। তিনি দেশের আইন মেনে চলেন, নিজের দায়িত্ব সৎভাবে পালন করেন এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন।

তিনি আরও বলেন, নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা, দেশের সম্পদ রক্ষা করা, পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণ করা এবং দেশের অগ্রগতিতে অবদান রাখাসহ প্রতিদিনের ছোট ছোট কাজেই দেশপ্রেম প্রকাশ পায়। আমাদের উচিত দেশপ্রেমকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা। প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে প্রকৃত দেশপ্রেমের পরিচায়ক।

সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ফাহিম
অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তৃতীয় দিন সকালের সেশনে কুলসুমকে ঘিরে আশা
অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের কারাদণ্ড
আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা সৃষ্টির প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম
১০