রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসব

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৫:৩৭
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গুর্খা সম্প্রদায়ের দুই দিনব্যাপী ‘ভৈল-ঢেওসি’ উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২১ অক্টোবর, ২০২৫(বাসস) : রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গুর্খা সম্প্রদায়ের দুই দিনব্যাপী ‘ভৈল-ঢেওসি’ উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে।

দিওয়ালি পূজা (কালীপূজা) উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যা থেকেই গুর্খা সম্প্রদায় নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের এই উৎসবের সূচনা করে। আজ মঙ্গলবারও উৎসবটি পালিত হচ্ছে।

উৎসবের প্রথম দিনকে ‘ভৈল’ ও দ্বিতীয় দিনকে বলা হয় ‘ঢেওসি’। নেপালের বংশদ্ভুত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গুর্খা সম্প্রদায়ের ছোট বড় সবাই এই উৎসবে মেতে থাকে। 

এ বিষয়ে রাঙ্গামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সাংবাদিক মিল্টন বাহাদুর গুর্খা বাসসকে বলেন, দিওয়ালি পূজা উপলক্ষে রাঙ্গামাটিতে প্রতিবছরের মত এবারও আমরা সোমবার সন্ধ্যার পর থেকে দুইদিনের এই ঐতিহ্যবাহী উৎসব পালন করছি।

তিনি বলেন, এই উৎসবকে ঘিরে গুর্খা সম্প্রদায়ের সবাই কয়েকটি দলে বিভক্ত হয়ে সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় মানুষের বাসা-বাড়িতে যায়। বাঁশের লাঠি হাতে মাটিতে ঠুকিয়ে সুরের তালে তালে গান গেয়ে শুভেচ্ছা উপহার চাল, টাকা, সবজিসহ বিশেষ বিশেষ জিনিস সংগ্রহ করে। এ সময় গুর্খারা নাচ-গানসহ ঘরে ঘরে মোমের আলো জ্বালিয়ে রাতভর আনন্দে মেতে থাকে।

এই সমস্ত জিনিস সংগ্রহ করে পরবর্তীতে গুর্খারা সবাই মিলে বনভোজনের আয়োজন করে। দ্বিতীয় দিনে ভাই টিকা দেওয়া হয়। এ সময় দইয়ে চাল মিশিয়ে ভাই-বোন একে অপরকে তাজ পাড়িয়ে দেওয়ার মধ্যদিয়ে শেষ হয় দুদিনব্যাপী ঐতিহবাহী ভৈল-ঢেওসি উৎসব।

সরেজমিনে রাঙ্গামাটি শহরের কন্ট্রেটর পাড়া, মাঝেরবস্তি, আসামবস্তি ও গর্জনতলীসহ অন্যান্য পাড়া মহল্লায় গুর্খা সম্প্রদায়ের মানুষকে ভৈল-ঢেওসি উৎসবে মেতে উঠতে দেখা গেছে। তারা দীর্ঘকাল থেকে প্রতিবছর ভৈল-ঢেওসি উৎসব পালন করে আসছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০