
টাঙ্গাইল, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস): ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যমুনা নদীর টাঙ্গাইল সদর উপজেলার অংশে এই অভিযান পরিচালনা করেন জেলার সহকারী কমিশনার (নেজারত ও ডেপুটি কালেক্টর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীন।
এ সময় তিনি বলেন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে যমুনা নদীর সদর উপজেলা অংশে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৭ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় টাঙ্গাইল সদর সহকারি কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলেসহ জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতায় ছিলেন সদর থানা পুলিশ, নৌ পুলিশ সদস্যরা।