
লালমনিরহাট, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লালমনিরহাটের কালীগঞ্জে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার রাতে কমির উদ্দিন পাবলিক হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন আদিতমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, সাপ্টীবাড়ী ইউপি সদস্য আব্দুল খালেক, আদিতমারী উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরিফুল হক মিঠু, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ রুবেল, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিয়ার রহমান মতিন, আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম প্রমুখ।
জনসভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
জনসভা শেষে ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রোকন উদ্দিন বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।