মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:১০
ছবি : বাসস

মাদারীপুর, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কালকিনি উপজেলায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কালকিনি পৌর সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার লিখন (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিখন কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। 

আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি একে এম সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গোপালপুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।   

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ অক্টোবর লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে পুলিশের ওপর তিনি ও তার সহযোগীরা হামলা চালান। এ ঘটনায় থানার পক্ষ থেকে লিখনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। 

এছাড়া, ২০২১ সালের ২৮ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় ছাত্রলীগের এক মিছিল চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে কালকিনি থানার ওসি একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিবীয় সাগরে ‘মাদকবাহী নৌযানে’ যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৬
স্তন ক্যানসার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন সিএমপি’র তিন শতাধিক নারী পুলিশ 
উইলিয়ামসনের প্রত্যাবর্তন সিরিজে ১২ বছরের খরা কাটানোর মিশন নিউজিল্যান্ডের
‘আমেরিকানরা প্রস্তুত থাকলে’ কানাডা আরো বাণিজ্য আলোচনার জন্য প্রস্তুত : কার্নি
বাগেরহাটে শুঁটকি মৌসুমের শুরুতে হাজারো জেলের প্রস্তুতি
পবিপ্রবিতে উপকূলীয় জীববৈচিত্র্য সুরক্ষায় বৈজ্ঞানিক কনফারেন্স
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর
পাকিস্তানের সঙ্গে যুক্তরাজ্যের ফ্লাইট পুনরায় চালু 
ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ২,৫০৯ মামলা
ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয় : প্রধান বিচারপতি
১০