সমৃদ্ধির জন্য উদ্ভাবন ও গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান এহছানুল হকের

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:১২ আপডেট: : ২৫ অক্টোবর ২০২৫, ১৮:৫০
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক আজ বলেছেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত দেশ গড়ার জাতীয় অঙ্গীকার পূরণে গবেষণা ও উদ্ভাবনের কোন বিকল্প নেই।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৪তম জাতীয় কাউন্সিল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

মো. এহছানুল হক বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিভাবান ব্যক্তিদের গবেষণায় আসতে হবে।

তিনি আরও বলেন, প্রতিভাবান ব্যক্তিরা তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় যোগদান করেন অথবা নিম্ন পদ দাবি করেন— এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। এটি জাতীয় প্রতিভার অপচয়।

এহছানুল হক বলেন, সরকার জাতীয় পর্যায়ে এই প্রতিভাবান ব্যক্তিদের জন্য একটি গবেষণা ক্ষেত্র তৈরি করার জন্য কাজ করছে।

সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে চলমান পেশাগত দ্বন্দ্ব যুক্তিসঙ্গত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় উত্থাপিত সমস্যা সম্পর্কে জনপ্রশাসনের এই সিনিয়র সচিব আরো বলেন, জাতীয় বেতন কমিশন এই বিষয়ে কাজ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়গুলো বেতন কমিশনে পাঠানো হবে।

তিনি আরও বলেন, পেশাগত সুযোগের পাশাপাশি জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেওয়া উচিত। 

আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

দিনব্যাপী কাউন্সিলের একাধিক অধিবেশনে জাতীয় প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। 

৭২টি সাংগঠনিক জেলা শাখার নেতারা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০