
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল প্রদর্শন করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার মুজাহিদুল ইসলাম চৌধুরীকে (৪৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার এসআই আতিউর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার বিকালে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরাগ থানা পুলিশ একটি ডামি রাইফেলসহ মুজাহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে। মুজাহিদুল ইসলাম চৌধুরী উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টর, রোড নং-১৮, বাসা নং-১৩ এ বাসিন্দা।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন ওই থানার এসআই লুৎফর রহমান।