
হবিগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে র্যাব-৯।
আজ দুপুর ১২টার দিকে সদর হাসপাতাল ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, অসিত দাশ, রমিজ আলী রনি, কামাল শাহ, সৌরব রায়, নিতু ঘোষ, আসাদুজ্জামান, কাওসার মিয়া, আব্দুল খালেক ও বিলু মিয়া। তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম দুপুর ১২টার দিকে সদর হাসপাতালে ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠানো হবে।
র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বিয়ষটি নিশ্চিত করে জানান, আটক দালালদের বিরুদ্ধে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাওয়াসহ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তির নামে হয়রানির অভিযোগ রয়েছে। দালালদের কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত। তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মিয়া জানান, টাউট আইন অনুযায়ী ওই ৯ দালালকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।