
টাঙ্গাইল, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের বাসাইল বাজারের সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটা দিকে বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাসাইল কোটিপতি মার্কেটের সামনে থেকে শুরু করে সাহাপাড়া ব্রিজ পর্যন্ত সড়কের দুপাশের দোকানঘরগুলো ভেঙে দেওয়া হয়।
অভিযানে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম উপস্থিত ছিলেন।
ইউএনও আকলিমা বেগম বলেন, মানুষের হাঁটার জন্য রাস্তার দুপাশে ৭ ফিট করে পরিষ্কার রাখা হবে। দ্রুত মানুষের চলাচলের জন্য সিসি ঢালাইয়ের ব্যবস্থা করবো যাতে ভবিষ্যতে নতুন করে কেউ রাস্তা দখল করে দোকান নির্মাণ করতে না পারে। আজকের পর থেকে কেউ যাতে সড়কের পাশে একটি খুঁটি স্থাপনের সুযোগ না পায়। বিষয়টি নিয়ে মনিটরিং করা হবে।