কুমিল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনে জরিমানা

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:১৭
ভেজাল শিশু খাদ্য উৎপাদনে জরিমানা। ছবি : বাসস

কুমিল্লা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লা সদর দক্ষিণে শিশু খাদ্য ও বেকারি পণ্যের কারখানায় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।  

এ সময় ভেজাল শিশু খাদ্য উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঘোষগাঁও (এলাহিপুর) এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিদপ্তর জানায়, ঘোষগাঁও (এলাহিপুর) এলাকায় মিতালি ফুড প্রডাক্ট এর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পোড়া তেল ব্যবহার ও শিশু খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে উৎপাদন করা হচ্ছিল। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন। অভিযানে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি টিম।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অনিয়ম প্রমাণিত হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০