সুনামগঞ্জে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:৫১
সুনামগঞ্জে প্রথমবারের মতো চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে সুনামগঞ্জে প্রথমবারের মতো চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগ আজ বুধবার সকাল ১০টায় জেলার ৩০৪টি সেন্টারে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জহ জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলা সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে আছে। জেলায় প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার ৫.৯৫ শতাংশ। তাই শিক্ষা ব্যবস্থাকে উন্নতির লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। ইতোমধ্যে শান্তিগঞ্জ উপজেলায় পাইলট ভিত্তিতে এ মডেল বাস্তবায়িত হয়েছে এবং প্রাপ্ত ফলাফল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন সংযোজন হয়েছে।

তিনি বলেন, সমগ্র জেলায় এ ধারণা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা প্রশানের উদ্যোগে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় শিশু শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহন করেছে। আর এতে অভিভাবক এবং শিক্ষকরাও আনন্দিত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় জেলার ৩০৪টি সেন্টারে একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১২ উপজেলার চতুর্থ শ্রেণিতে ৪১ হাজার ১৬৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৫ হাজার ৩২১ জনসহ মোট ৭৬ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। 

এ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে চার সদস্য বিশিষ্ট কমিটির লোকজন তদারকি করেন। উপজেলা ট্যাগ অফিসাররাও সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন। 

সকাল থেকে জেলা ও উপজেলায় অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেরিন সুলতানা। 

সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আ খ ম ফারুক আহমদ বলেন, জেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। পরীক্ষার উপস্থিতিও ভালো। 

সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরীক্ষায় নিয়োজিত মনিটরিং অফিসার বি এম মুশফিকুর রহমান বলেন পরীক্ষা সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাহিরে অভিভাবকরা আসছেন ভালোই লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে রোহিত; ২৪ ধাপ উন্নতি সৌম্য ও নাসুমের
আলেম-ওলামারাই সমাজকে পাল্টে দিতে পারেন : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
বুদ্ধের শিক্ষা-সকল জীবের জন্য এক বিশ্বজনীন সত্য : প্রধান উপদেষ্টা 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৩২
স্কুল হ্যান্ডবলের চতুর্থ দিনে জয়ী ভিকারুননিসা, সানিডেল
হামাস নেতারা কোনো দায়মুক্তি পাবে না : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ  
ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট
হালদা নদী থেকে ২০ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার
চাঁদপুরে একশ’ জন চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
১০