
পিরোজপুর, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ও সাংবাদিক নেতা সাঈদ খানের উদ্যোগে গতকাল শুক্রবার রাত ৮টায় জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠী এলাকার আখরাবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
আখরাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অতনু হালদারের সঞ্চালনায় এ সভা অনুিষ্ঠত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও পিরোজপুর -১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা রুবেল মসিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির ও ব্যবসায়ী নেতা শেখ লিটন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আজ সময়ের দাবি। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় বিএনপি'র পক্ষ থেকে মন্দিরে উপহার সামগ্রী ও প্রদান করা হয়।