পিরোজপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রচার সভা

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৪:২৩
ছবি: বাসস

পিরোজপুর, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ও সাংবাদিক নেতা সাঈদ খানের উদ্যোগে গতকাল শুক্রবার রাত ৮টায় জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠী এলাকার আখরাবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

আখরাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অতনু হালদারের সঞ্চালনায় এ সভা অনুিষ্ঠত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও পিরোজপুর -১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা রুবেল মসিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির ও ব্যবসায়ী নেতা শেখ লিটন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আজ সময়ের দাবি। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় বিএনপি'র পক্ষ থেকে মন্দিরে উপহার সামগ্রী ও প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০