
ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ (শনিবার) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা; সহ-সভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, এডভোকেট মোঃ আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী; সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন; যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু; সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু; সদস্য এ্যাড. এরশাদ আলী ঈসা ও মোঃ মাইনুল আহসান (পান্না)।