নানা আয়োজনে বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৫:৪১
বান্দরবানে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জেলায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

আজ শনিবার সকালে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সভাকক্ষে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব। দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমবায় সমিতি একটি কার্যকর প্ল্যাটফর্ম, যা দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাই লুসাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য খুরশিদা ইসহাক ও জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পাঁচজন সফল সমবায় সদস্যকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া পাঁচটি সমবায় সমিতিকে আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার ঘূর্ণায়মান তহবিলের চেক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০