সিলেটে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৬:১১
দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার। ছবি : বাসস

সিলেট, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানী নগর উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— উপজেলার উমরপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) ও নিহত হারুনের মেয়ে আনিসা (৮)। 

গাড়ি চালক হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তার কন্যা আনিসাকে আহত অবস্থায় হাসপাতাল নেওয়ার পর, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী নগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়িটির চালক হারুন মিয়া নিহত ও আরও চার জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানী নগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, নিহত হারুন মিয়ার লাশ শেরপুর হাইওয়ে পুলিশ কার্যালয়ে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কারটিকে জব্দ করা হয়েছে।

বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সমাবেশ
পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনায় ধোঁয়াশা রাখলেন ট্রাম্প
দিনাজপুর সীমান্তে মাদক জব্দ করেছে বিজিবি 
বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত
ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন 
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
বেটিংয়ে জড়িত থাকায় তুরষ্কে ১৪৯ রেফারি বরখাস্ত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাদারীপুরে বিএনপির জনসমাবেশ
৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ
১০