
গোপালগঞ্জ, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে ফলক উন্মোচন করে শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমির সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ বীর মুক্তিযোদ্ধারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে ৩৯ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে এ সংস্কার কাজ করা হচ্ছে।