মাদারীপুর-৩ আসনের মনোনয়ন পাওয়ায় বিএনপি নেতা খোকনের আনন্দ শোভাযাত্রা

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৫২
ছবি : বাসস

মাদারীপুর, ৫ নভেম্বর ২০২৫ (বাসস): আগামী সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার মনোনয়ন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে খোকন তালুকদার ঢাকা থেকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে পৌঁছালে কালকিনি, ডাসার ও সদর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। 

পরে খোকন তালুকদারের নেতৃত্বে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে কালকিনির খাসেরহাট গোলচত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,“মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি শুধু আমার নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী প্রতিটি পরিবারের গর্বের ধানের শীষ প্রতীক। আমি শুধু একটি মাধ্যম। আমাদের হাতে যে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, সেটির সম্মান আমরা রক্ষা করব। কালকিনির মাটিতে ধানের শীষের প্রতীক মাথা উঁচু করে দাঁড়াবে এটাই আমাদের লক্ষ্য।”

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
১০