টাঙ্গাইলে চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪৯
ছবি : বাসস

টাঙ্গাইল, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলার কাশিল বটতলা এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ জাল বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করছে একটি চক্র। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কাশিল বটতলা এলাকায় অবৈধ জাল বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

এ সময় প্রায় ৫০০ মিটার দীর্ঘ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। 

অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিড়াল হত্যা, থানায় জিডি
সাতক্ষীরায় সবুজ উদ্ভাবন মেলা অনুষ্ঠিত
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ
দ. কোরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কাঠামো ধসে ৭ জন আটকে পড়েছে
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লালমাই পাহাড়ে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
১০