খুলনা বিএনপির ৬১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫২
ছবি : বাসস

খুলনা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য খুলনা জেলা বিএনপি ৬১ সদস্যের পরিচালনা কমিটি করেছে। 

জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি উপ-কমিটিও করা হয়েছে। বুধবার খুলনায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির যৌথ কর্মী সভায় এই কমিটি করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ আসনের বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের দলীয় প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, বিএনপিকে নির্মূল করার জন্য অনেক ষড়যন্ত্র হলেও দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে ফিনিক্সের মতো পুনরায় আবির্ভূত হয়েছে। বছরের পর বছর সংগ্রাম ও ত্যাগের পর বিএনপি একটি পরিণত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের একমাত্র ঢাল হলো বিএনপি। 

তিনি দলীয় কর্মীদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন। আমরা সকলেই কষ্ট পেয়েছি এবং নির্যাতিত হয়েছি, কিন্তু এখন আমাদের ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে জনসাধারণের সরকার গঠন নিশ্চিত করার জন্য খুলনা জেলার চারটি আসনেই বিজয় অপরিহার্য।

সভায় ৭ ও ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে জিয়া ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) আমিরুল ইসলাম কাগজী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, তৈয়বুর রহমান, এস এম শামীম কবির, গাজী তাফসির আহমেদ, জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল এবং অসিত কুমার সাহা বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিড়াল হত্যা, থানায় জিডি
সাতক্ষীরায় সবুজ উদ্ভাবন মেলা অনুষ্ঠিত
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ
দ. কোরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কাঠামো ধসে ৭ জন আটকে পড়েছে
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লালমাই পাহাড়ে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
১০