
বরিশাল, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিবসটি পালন উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড এবং নানা স্লোগানে স্লোগানে মিছিল দিয়ে সভাস্থলে এসে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে। এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এসময় তিনি নেতাকর্মীদের বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যাশা জানিয়েছেন নেতাকর্মীরা।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান, আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওণাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বান্দ রোডে গিয়ে শেষ হয়।