কুয়াকাটা ও পায়রা বন্দরকে অর্থনৈতিকভাবে সক্রিয় করতে পদক্ষেপ নিবে বিএনপি : মোশাররফ

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৪:১১
ছবি : বাসস

পটুয়াখালী, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণ হলেও এটিকে অর্থনৈতিকভাবে সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিএনপি  ক্ষমতায় আসলে এর উদ্যোগ নেয়া হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ বলেন, ‘পায়রা পোর্টে কয়লা ছাড়া অন্য কোনো পণ্য আমদানি হয় না। ইপিজেডটি কলাপাড়ায় স্থাপন করা হলে এ অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পেত।’

তিনি আরও বলেন, ‘পর্যটন কেন্দ্র কুয়াকাটায়ও পর্যটন কর্পোরেশনের কোনো বড় ধরনের বিনিয়োগ নেই। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন এবং শিল্প স্থাপনে গ্যাসলাইন সম্প্রসারণ করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোহসীন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক।

এসময় বক্তব্য দেন এটিএন বাংলা, ইনডিপেনডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠান পরিচালনা করেন এখন টিভির প্রতিনিধি জসীম পারভেজ।

এর আগে মোশাররফ হোসেন ফোরামের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন 
মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই
গোপালগঞ্জে ২ হাজার ৮২০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
গ্রামীণ নারী-শিশুর অপুষ্টি কমছে সবজি ও ছোট মাছে
ভোলায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী'র মতবিনিময় সভা
গণ-অভ্যুত্থানের গ্রাফিতির বইয়ের প্রচ্ছদকে গ্রেটার বাংলাদেশের মানচিত্র দাবিতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়িতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১০