খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৯

খুলনা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুরাইয়া (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টায় অভয়নগর থেকে বর্হিবিভাগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের চাকায় সঙ্গে ওড়না পেঁচিয়ে যায়। এতে ইজিবাইক থেকে ওই তরুণী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা
ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৯৫
সিলেটের বিপক্ষে লিডের জন্য লড়ছে রংপুর
অভিভাবকদের সচেতনতা শিক্ষার মানোন্নয়নে জরুরি
বগুড়ায় রক্তস্পন্দনের কিউআর কোড কার্যক্রম উদ্বোধন 
ধানের মাঠ থেকে তীর-ধনুকের মঞ্চে : ঢাকায় পাকিস্তানের দুই কৃষক আর্চারের স্বপ্নযাত্রা
লালমনিরহাট সীমান্তে মাদক জব্দ
অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য: অর্থ উপদেষ্টা
নীলফামারীতে ২ ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে
নাইম ও শহিদুলের হাফ-সেঞ্চুরিতে ময়মনসিংহর সংগ্রহ ৩৩৬ রান
১০