
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাশকতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় তারা। এ ছাড়া গতকাল দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ও ধানমন্ডিতে শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ বেশ কয়েকটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বাসে আগুনের ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ কাজ করছে।
ডিবি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।
এ ছাড়াও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সন্ত্রাসীদের দেয়া আগুনে বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া। গতকাল দিবাগত রাতে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ও খিলগাঁও ফ্লাইওভারের ওপরসহ নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ককটেল বিস্ফোরণকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।