নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২২:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাশকতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় তারা। এ ছাড়া গতকাল দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ও ধানমন্ডিতে শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ বেশ কয়েকটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বাসে আগুনের ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ কাজ করছে। 

ডিবি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। 

এ ছাড়াও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সন্ত্রাসীদের দেয়া আগুনে বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া। গতকাল দিবাগত রাতে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ও খিলগাঁও ফ্লাইওভারের ওপরসহ নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ককটেল বিস্ফোরণকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না : মির্জা ফখরুল
গত ১৬ বছর বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছিল আওয়ামী লীগ : ড. মঈন খান
‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতলেন ডেভিড সা-লাই 
বাংলাদেশে বিমানবন্দর নিরাপত্তা জোরদারে বেবিচক কর্তৃপক্ষের নির্দেশনা
ইউসিবিএল ঋণ জালিয়াতি : সাইফুজ্জামান চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলা একাডেমিতে ‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণকারী ২২ জন গ্রেফতার 
বাংলামোটরে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগ কর্মীসহ দুজন কারাগারে
ছাত্রদের প্রাইভেট কোচিং বর্জন করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান হেলালের 
তিস্তা উন্নয়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার তাসভিরুল ইসলামের
১০