১৬ নভেম্বর থেকে হাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৩৮
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

দিনাজপুর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে। হাবিপ্রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

গতকাল বুধবার রাতে দিনাজপুর হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ২০২৫, বিকেল ৪টা থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.hstu.ac.bd)  ভর্তির আবেদন করা যাবে। প্রতি ইউনিটের জন্য আবেদন ফি ১০০০ টাকা। আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত ২০০ টাকাসহ ১২০০ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর হাবিপ্রবির  ৪ টি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

হাবিপ্রবির ওয়েবসাইটে (www.hstu.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এবারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এতে বলা হয়, 'এ’ ইউনিটে (এগ্রিকালচার ও ভেটেরিনারি) মোট আসন সংখ্যা ৫৩৫ টি।  এর মধ্যে এগ্রিকালচার বিভাগে ৩৭৫ টি, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগে ৮০ টি এবং ফিশারিজ বিভাগে ৮০ টি সিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।

‘বি’ ইউনিটে (ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদ) মোট আসন সংখ্যা ৭৪০ টি। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ টি, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ টি, ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ টি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ টি, ব্যাচেলর অব আর্কিটেকচারে ৩০ টি,  গণিতে (বিএসসি অনার্স) ৮০ টি, পরিসংখ্যানে ৮০টি, রসায়নে ৭৫টি এবং পদার্থ বিজ্ঞানে ৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) মোট আসন সংখ্যা ২৮০টি। এর মধ্যে বিবিএ ইন অ্যাকাউন্টিংয়ে ৭০ টি, বিবিএ ইন ম্যানেজমেন্টে ৭০ টি, বিবিএ ইন মার্কেটিংয়ে ৭০ টি এবং বিবিএ ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ৭০টি আসন রয়েছে।

‘ডি’ ইউনিটে (সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ) মোট ২৪০ টি আসনের মধ্যে ইংরেজিতে ৭০ টি, অর্থনীতিতে ৭০ টি, সমাজ বিজ্ঞানে ৬০ টি এবং ডেভেলপমেন্ট স্টাডিজে ৪০ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিপ্রবির ভর্তি ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index)  প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী ভর্তির আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট : প্রধান উপদেষ্টা
ডিএমপি কমিশনারের খণ্ডিত ভিডিওতে কৃত্রিম স্বর যোগ করে মিথ্যা রিল প্রচার
পেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে ৩৭ জনের প্রাণহানি
খুলনায় কর্মকর্তাদের সঙ্গে ডিসির মতবিনিময়
ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ অনুষ্ঠিত
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় প্রত্যাশা করছি: চিফ প্রসিকিউটর
মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবানে প্রেস কনফারেন্স 
১০