বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবানে প্রেস কনফারেন্স 

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৬
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবানে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” এ প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবানে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজ বৃহস্পতিবার জেলা সদরের ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়াবেটিস হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সদস্য বেলাল হোসেন, হাসপাতালের কনসালট্যান্ট ডা. অংচালু, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন. এ. জাকিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কনফারেন্সে বক্তারা বলেন, ২০০২ সালে কয়েকজন সমাজসেবকের উদ্যোগে বান্দরবানে ডায়াবেটিস হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু হয়। ২০০৯ সালে মহিলা ক্লাবের দুটি ভাঙা কক্ষে হাসপাতালের যাত্রা শুরু হয় এবং ২০১১ সালে নিজস্ব ভবন নির্মিত হলে প্রতিষ্ঠানটি পূর্ণতা পায়।

তারা আরও বলেন, এক সময় এই হাসপাতাল শুধু নামেই ছিল, কিন্তু মানসম্মত চিকিৎসক বা পর্যাপ্ত জনবল ছিল না। বর্তমানে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তত্তাবধানে ৮ জন দক্ষ জনবল নিয়ে হাসপাতালটি নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে।

এ সময় ডা. অংচালু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কর্মস্থল ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি ও সুদানে উত্তেজনা হ্রাসের আহ্বান জানালো জি-৭
ফুটবলার তৃষ্ণাকে জমিসহ ঘর উপহার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন গ্রেফতার
জয়পুরহাটে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 
নেত্রকোণায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় নিউজিল্যান্ডের
এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
ঝালকাঠিতে নারী সমাবেশ
নেত্রকোণায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ'র ৭৭তম জন্মদিন পালন
কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশের রৌপ্য জয়
১০