
টাঙ্গাইল, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘বিশ্বকে বদলে দিতে বিকশিত হই আনন্দের সাথে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডৌজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ।
জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড নির্মাণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ এ উদ্বোধনের মাধ্যমে জেলায় কর্মসূচির শুরু হলো। এ কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেম এ উদ্বুদ্ধ করতে স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের ম্যুরালও স্থাপন করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও আবু সাঈদ বলেন, শিশুদের আনন্দের সঙ্গে লেখাপড়া নিশ্চিত করতে ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে এসব আয়াজন।
এ সময় শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।