ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৩০
আজ ঘাটাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড উদ্বোধন। ছবি : বাসস

টাঙ্গাইল, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘বিশ্বকে বদলে দিতে বিকশিত হই আনন্দের সাথে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডৌজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ।

জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড নির্মাণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ এ উদ্বোধনের মাধ্যমে জেলায় কর্মসূচির শুরু হলো। এ কর্মসূচির আওতায় শিশুদের দেশপ্রেম এ উদ্বুদ্ধ করতে স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের ম্যুরালও স্থাপন করা হচ্ছে। 

উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও আবু সাঈদ বলেন, শিশুদের আনন্দের সঙ্গে লেখাপড়া নিশ্চিত করতে ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে এসব আয়াজন।

এ সময় শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দায়িত্বে অবহেলার কারণে ঢাবি’র ৫ নিরাপত্তা প্রহরী সাময়িকভাবে বরখাস্ত
স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও যুক্ত করতে যাচ্ছে স্পটিফাই
সাতক্ষীরায় বিএনপির মনোনীত প্রার্থী হাবিবের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
মাদারীপুরে বিনামূল্যে গাভি বিতরণ 
এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ : এ্যানি
ঢাবিতে উচ্চশিক্ষায় মান নিশ্চয়তা বিষয়ক জাতীয় কনফারেন্স
গিনিতে ডিসেম্বরের ভোটের জন্য জান্তা প্রধানসহ ৮ প্রার্থী অনুমোদিত
ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ
চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত
১০