আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফেনীতে এনসিপির লাঠি মিছিল

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:২০
ছবি: বাসস

ফেনী, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফেনীতে লাঠি মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মিছিলের অগ্রভাগে ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, জেলা সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, শাহ ওয়ালী উল্লাহ মানিক, মুহাইমিন তাজিম,ওমর ফারুক, বদরুদ্দোজা নোভেল, সানাউল্লাহ রাশেদ ও কেন্দ্রীয় যুব শক্তির সদস্য পারভেজ আহমেদ।

সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবে ফিরতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এ দেশের শত্রু। জনগণের শত্রু। আওয়ামী লীগ আবারও আসার যে স্বপ্ন দেখছে, তা হবে তাদের জন্য দুঃস্বপ্ন। আমরা আওয়ামী লীগের বিচার চাই। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার করতে হবে।

এর আগে দুপুরে জামায়াতে ইসলামী ও বিকেলে ইসলামী আন্দোলন শহরে অবস্থান কর্মসূচি পালন করে। তারা আওয়ামী লীগের যেকোনো অপকর্ম রুখে দেওয়ার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান : জরিমানা আদায় ও হর্ন জব্দ
আমনের বাম্পার ফলন আশা করছেন কৃষি উপদেষ্টা
জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭
গণসংহতি আন্দোলনের এক দশক পূর্তিতে কাল সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল র‌্যালি
ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে চাকসুতে বিক্ষোভ মিছিল
আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পিকেএসএফ-এর ৩৫তম বর্ষপূর্তি: আরও বৃহত্তর পরিসরে বেশি মানুষকে সেবা প্রদানের অঙ্গীকার
বাংলাদেশ একাদশে নেই শমিত, ফিরলেন জামাল
১০