দিনাজপুর বোর্ডে এইচএসসির ফল পুনর্নিরীক্ষায় ৮৫ জন পাস

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:২৯
ছবি : বাসস

দিনাজপুর, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষায় নতুন করে ৩৪ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য থেকে  ৮৫ জন কৃতকার্য হয়েছে।

গতকাল রোববার রাতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। রাত ১১ টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্য দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭১ হাজার ৭৬০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য ২২ হাজার ১৪৪ জন শিক্ষার্থী আবেদন করে। এদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। জিপিএ-৪ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। আর অকৃতকার্য বা ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন ৮৫ জন। জিপিএ-৩ থেকে জিপিএ-৪ এ উত্তীর্ণ হয়েছে ৪১ জন।

চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী জানান, পুনর্নিরীক্ষার অন্য আবেদনগুলোর বিপরীতে খাতা যাচাই করে ফলাফল পরিবর্তন হয়নি।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে আমনের বাম্পার ফলনে ছাড়াবে লক্ষ্যমাত্রা, কৃষকের ঘরে উৎসবের আমেজ
বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
ন্যাশনাল ইনন্সিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত 
হবিগঞ্জে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি শহীদ রাকিবুলের বাবা-মায়ের
হাসিনা-কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে : জোনায়েদ সাকি
মৃত্যুদণ্ড শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার হোসেন
বরিশালকে হারিয়ে প্রথম জয় রংপুরের
মাছ রপ্তানিতে ভর্তুকি: গ্রস ওয়েটের বিষয়টি স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক
১০