
দিনাজপুর, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষায় নতুন করে ৩৪ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য থেকে ৮৫ জন কৃতকার্য হয়েছে।
গতকাল রোববার রাতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। রাত ১১ টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্য দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭১ হাজার ৭৬০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য ২২ হাজার ১৪৪ জন শিক্ষার্থী আবেদন করে। এদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। জিপিএ-৪ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। আর অকৃতকার্য বা ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন ৮৫ জন। জিপিএ-৩ থেকে জিপিএ-৪ এ উত্তীর্ণ হয়েছে ৪১ জন।
চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী জানান, পুনর্নিরীক্ষার অন্য আবেদনগুলোর বিপরীতে খাতা যাচাই করে ফলাফল পরিবর্তন হয়নি।